এনডিএর প্রথম মন্ত্রিসভার বৈঠক, কে কোন দায়িত্বে দেখুন এক নজরে

যদিও এদিনের বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মন্ত্রীকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে। তবু ইতিমধ্যেই সামনে এসেছে তৃতীয় মোদী সরকারের (Modi government) মন্ত্রক বণ্টনের খবর। দেখুন এক নজরে

হরদীপ সিং পুরী থাকছেন পেট্রোলিয়াম মন্ত্রকে। তাঁর ডেপুটি হচ্ছেন সুরেশ প্রভু।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি মন্ত্রী হচ্ছেন জিতনরাম মাঝি। তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

প্রহ্লাদ জোশীকে সরিয়ে দিয়ে এবার সংসদ বিষয়ক মন্ত্রী করা হচ্ছে কিরেণ রিজিজুকে।

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হচ্ছেন অন্নপূর্ণা দেবী। সেই দায়িত্বে ছিলেন স্মৃতি ইরানি।

টেলিকম মন্ত্রক পাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের দফতরের দায়িত্বও পাচ্ছেন তিনি

জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী থাকছেন শান্তনু ঠাকুর

বাণিজ্য মন্ত্রকের দায়িত্বে থাকছেন পীযূষ গোয়েল

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হচ্ছেন টিডিপি সাংসদ রামমোহন নাইডু।

অশ্বিনী বৈষ্ণবের হাতে রেল মন্ত্রক থাকছে। সেইসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেওয়া হচ্ছে। নিয়ে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থাকছে ধর্মেন্দ্র প্রধান এর হাতে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকছেন নির্মলা সীতারামন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন অমিত শাহ।

প্রতিরক্ষা মন্ত্রী থাকছেন রাজনাথ সিং।

বিদেশমন্ত্রী থাকছেন এস জয়শংকর।

শিবরাজ সিং চৌহানকে জোড়া মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এবং কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব তার হাতে থাকছে

স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন জেপি নড্ডা।

মনসুখ মাণ্ডব্যকে ক্রীড়ামন্ত্রী করা হল।

কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

শক্তি মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন মনোহর লাল খট্টর। সেই মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শ্রীপদ নায়েক।

সম্ভবত নিজের কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক ধরে রাখবেন নীতীন গডকড়ি

অজয় টামটা এবং হর্ষ মলহোত্রাকে কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে

পঞ্চায়েতি রাজ, মৎস্য ও পশুপালন ও ডেয়ারি মন্ত্রীঃ রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং

বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রীঃ সর্বানন্দ সোনেয়াল

সামাজিক ন্যায় দফতরের মন্ত্রীঃ ডঃ বীরেন্দ্র কুমার

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীঃ শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু

আদিবাসী কল্যাণ মন্ত্রীঃ জুয়াল ওরাম

 বস্ত্র মন্ত্রীঃ গিরিরাজ সিং

 শ্রম, কর্মসংস্থান ও যুব কল্যাণ ও ক্রীড়াঃ ডঃ মনসুখ মান্ডব্য

খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীঃ চিরাগ পাসোয়ান

কয়লা ও খনি দফতরের মন্ত্রীঃ জি কিষান রেড্ডি

জলশক্তি দফতরের মন্ত্রীঃ সি আর পাতিল

রাও ইন্দরজিৎ সিং: পরিকল্পনা, স্ট্যাটিসটিক্স ও সংস্কৃতি মন্ত্রক

বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ সায়েন্স পাবলিক গ্রিভান্স, পেনশন, অ্যাটমিক এনার্জি, স্পেস আর্থ সায়েন্স: ডঃ জিতেন্দ্র সিংঃ

অর্জুন রাম মেঘাওয়ালঃ আইন মন্ত্রক, সংসদ বিষয়ক

যাদব প্রতাপরাও গণপতরাওঃ আয়ুষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

জয়ন্ত চৌধুরীঃ স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষা

রাষ্ট্রমন্ত্রী

জিতিন প্রসাদঃ বাণিজ্য ও শিল্প ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি

 শ্রীপদ ইয়েসো নায়েকঃ শক্তিমন্ত্রক, অচিরাচরিত শক্তি মন্ত্রক

পঙ্কজ চৌধুরীঃ অর্থমন্ত্রক

কৃষান পালঃ সমবায় দফতর

রামদাস আঠেওয়ালাঃ সামাজিক ন্যায়

রামনাথ ঠাকুরঃ কৃষি ও কৃষক কল্য়াণ

নিত্যানন্দ রাইঃ স্বরাষ্ট্র মন্ত্রক

অনুপ্রিয়া পটেলঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কেমিকাল ও ফার্টিলাইজার

 ভি সোমান্নাঃ জলশক্তি মন্ত্রক, রেলমন্ত্রক

চন্দ্রশেখর পেম্মাসানিঃ গ্রাম উন্নয়ন ও যোগাযোগ

এসপি সিং বাঘেলঃ মৎস্য, পশুপালন ও ডেয়ারি

 সুশ্রী শোভা কারান্ডলাজেঃ ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক

বিএল শর্মাঃ ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন

সুরেশ গোপীঃ পেট্রোলিয়াম ও ন্যাচারার গ্যাস

এল মুরুগানঃ তথ্য় ও সম্প্রচার মন্ত্রক

অজয় টামটা: কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক।

বন্দি সঞ্জয় কুমারঃ স্বরাষ্ট্রমন্ত্রক

কমলেশ পাসোয়ানঃ গ্রাম উন্নয়ন

ভগীরথ চৌধুরীঃ কৃষি ও কৃষক কল্য়াণ

সতীশ চন্দ্র দুবেঃ কয়লা ও খনি বিষয়ক

সঞ্জয় শেঠঃ প্রতিরক্ষা মন্ত্রক

রবনীত সিংঃ খাদ্য প্রক্রিয়াকরণ ও রেলমন্ত্রক

দুর্গাদাস উইকেঃ আদিবাসী কল্য়াণ মন্ত্রক

রক্ষা নিখিল খাড়সেঃ যুব কল্য়াণ ও ক্রীড়া

সুকান্ত মজুমদারঃ শিক্ষামন্ত্রক উত্তর পূর্ব ভারতের উন্নয়ন বিষয়ক

সাবিত্রী ঠাকুরঃ শিশু ও নারী কল্য়াণ

ঠোকান সাহুঃ আবাসন

রাজ ভূষণ চৌধুরীঃ জলশক্তি

ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মাঃ ভারী শিল্প, স্টিল

হর্ষ মালহোত্রাঃ কর্পোরেট বিষয়ক, সড়ক পরিবহণ ও হাইওয়ে

নিমুবেন জয়ন্তীভাই বামভানিয়াঃ ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন

মুরলীধর মোহলঃ সমবায় সিভিল এভিয়েশন

জর্জ কুরিয়ানঃ সংখ্যালঘু বিষয়ক মৎস্য, পশুপালন

পবিত্র মার্গেরিটাঃ বিদেশ মন্ত্রক

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author