নিটে অনিয়মের অভিযোগ নিয়ে সংস্থার জবাব তলব সুপ্রিম কোর্টের

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-এ (NEET) অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় গোটা দেশ। এ বার এই বিষয়ে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ)-কে নোটিস দিয়ে জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme court)। নিট বাতিল করতে চেয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। তেমনই একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার, শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং আহসানুদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চে।

নিট ২০২৪ পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থীর ফুল মার্কস পেয়েছে। এই নিয়েই সুপ্রিম কোর্ট জবাব চাইল। মঙ্গলবার কেন্দ্র এবং পরীক্ষক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এই মর্মে জবাবদিহি তলব করেছে কোর্ট। পরীক্ষার্থী ও অভিভাবকদের একাংশের অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। না হলে এরকম ফল অসম্ভব। এই মর্মে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং আশানুদ্দিন আমানুল্লার বেঞ্চ বলেছে, ‘এই পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর উত্তর চাই।’ যদিও পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ জারি করার আবেদন গ্রহণ করেনি বেঞ্চ। নির্দিষ্ট সময়েই শুরু হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া।

প্রসঙ্গত, প্রবীণ কৌঁসুলি ম্যাথুউজ জে নেদুমপারা এই মর্মে আবেদন করেছিলেন সমাধান না হওয়া পর্যন্ত কাউন্সেলিংয়ের উপর স্থগিতাদেশ জারি করা উচিত। তার জবাবে বিচারপতি নাথ জানান কাউন্সেলিং শুরু হোক।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author