গত তিনদিন ধরে বিপুল পরিমান বৃষ্টির কারনে সিকিমের (Sikkim) রাস্তায় বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন সিকিমের ভূপর্যটকেরা। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির কারনে বড় শঙ্কার মধ্যে পড়ে গেছে সিকিম। সিকিম শহরের বেশ কিছু এলাকায় এখন থেকেই জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে।
সিকিমে গতবছর বৃষ্টির কারনে আটকে পড়েছিলেন অনেক পর্যটক। তাই এবারে বর্ষার আগেই সিকিমের পর্যটন দপ্তর এর তরফে আগের থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে পর্যটকেরা কোন সমস্যার মধ্যে না পড়ে যান। বর্ষাকে নিয়ে সবসময় আশঙ্কায় থাকে সিকিম। তাই এইবারে আগের থেকেই উদ্যোগ নিচ্ছে সিকিম সরকার। গতবছর রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে গিয়েছিলেন পর্যটকেরা। এবারে পর্যটকেরা যাতে কোনভাবেই হয়রান না হন সেটা দেখছে সিকিম সরকার এবং সিকিমের পর্যটন বিভাগ।