তীব্র দাবদাহে পুরুলিয়ায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য। ইতিমধ্যেই এই গরমে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের (primary school) এক পড়ুয়ার। ঝালদা ১ নম্বর চক্রের সারজু মহাতু প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। মৃত ছাত্রের নাম ভুবন মাহাত(১০)। গ্রীষ্মের ছুটি শেষ করে সোমবার স্কুলে যায় সে। জানা গিয়েছে, সোমবার, ভুবন শেষ পর্যন্ত ক্লাস করেছিল। ও স্কুলে সক্রিয় ছিল। স্কুলের রান্না করা মিড ডে মিল খায়। তারপর সে বাড়িতে গিয়ে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে পরিবারের লোকেরা তাকে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

মঙ্গলবার, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের হাতোয়াড়া মর্গে। প্রাথমিক অনুমান অত্যাধিক গরমের কারণেই ছাত্রটি মারা যায়। গ্রীষ্মের শেষ বেলায় একপ্রকার নাভিশ্বাস উঠেছে পুরুলিয়াবাসীর। স্কুলগুলি খোলা থাকলেও পড়ুয়াদের উপস্থিতি নেই বললেই চলে। সামনেই সেমিস্টারের পরীক্ষা। গরমে ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। শিক্ষা দফতরের নিদের্শ না থাকায় সকালে স্কুল করাতে পারছে না কর্তৃপক্ষ। স্কুল খোলার প্রথম দিন বেশ কয়েক জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। পুরুলিয়া ২ ব্লকের বোঙ্গাবাড়ি গার্লস হাই স্কুলে এমন ঘটনা ঘটেছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author