পৃথিবীতে নয়নাভিরাম নদী রয়েছে হাজার বছর ধরে, আবার কিছু নদী রয়েছে যা দেখতে অত্যন্ত সৌন্দর্যপূর্ণ হলেও তার বিশেষত্ব শুনলে ভয়ে চমকে উঠতে হবে। সেরকমই এক নদী
রিও টিন্টো নদী,স্পেন।
ছোট্ট দেশ স্পেনের রিও টিন্টো নদী। নদীটিকে বহু দূর থেকে দেখলে এর সৌন্দর্যে অবাক হবারই কথা কিন্তু মাত্রাতিরিক্ত বিষাক্ত রয়েছে এই নদীতে এতটাই ভয়ংকর তা চোখে না দেখলে বুঝতে পারবেন না।
স্পেনের ওয়েলভা প্রদেশ থেকে উৎপত্তি হওয়ার পর আন্দালুসিয়ার মধ্য দিয়ে বয়ে গেছে রক্তবর্ণ এই নদী, যার জলের রং আপনাকে অবাক করলেও শুনলে চমকে উঠবেন তার ভয়ংকরতার কথা জেনে।
এই নদীর জলে উচ্চমাত্রার অ্যাসিড থাকায় কোনো প্রাণীই নাকি বাঁচতে পারে না এখানে। আসললে স্পেনের এই অঞ্চলে তামা, রুপা এবং স্বর্ণের খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য পদার্থ এই নদীর জলে মিশে এই অদ্ভুত রঙ এর সৃষ্টি করেছে আর ততটাই বিষাক্ত ভয়াবহ করেছে নদীকে।
স্পেনের দক্ষিণ পশ্চিম দিয়ে বয়ে যাওয়া এ নদীটির উৎস আন্দালুসিয়া পর্বতে। এই নদীটি এই অঞ্চলের খনি খননের সময় উৎপন্ন হয়েছে।এ নদীর জল অত্যন্ত আম্লিক(পিএইচ মাত্রা প্রায় ১.৭-২.৫ ) এবং এই জল ভারী ধাতুতে সমৃদ্ধ। নদীর জলে রয়েছে প্রচুর ফেরিক আয়রন। ইতিহাস থেকে জানতে পারা যায় প্রায় বেশ কয়েকশো বছর ধরে এখান থেকে কপার তোলা হয়েছে। এই মাইনটির ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এই দূষনের ফলে এলাকার মানুষদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।
একঝলক দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় অবস্থান করছেন। কাছে গেলেই ভয়ঙ্করতা অনুভব করবেন যে কেউ।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.