বেপরোয়া লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক চালকের। মৃত ব্যাক্তির নাম- প্রভাত দাস। বয়স 40 বছর। বাড়ি আরামবাগের ভালিয়া এলাকায়।
ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণ খোলা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মধ্য রাত্রে ঐ প্রভাত নামক ব্যাক্তিটি বাইক চালিয়ে তারকেশ্বর দিক থেকে আরামবাগের দিকে আসছিলেন। তার পিছনেই একটি বারো চাকার মাল বাহী লরি আসছিলেন ঐ হরিণ খোলা বাজার সংলংগ্ন এলাকায় আসতেই ঐ লরি টি দ্রুত গতিতে বাইক আরোহী কে ধাক্কা মেরে পালিয়ে যায় লরির চালক।
ঘটনা স্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে হরিণ খোলা এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যান চলাচল কিছুক্ষণ ব্যাহত থাকলেও পুলিশি হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। ঐ মৃত দেহ টিকে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠনো হয়।