কর্মসূত্রে হায়দরাবাদ গিয়ে, নিখোঁজ বাকুড়া ইন্দাস অঞ্চলের ব্যক্তি।
মিসিং ডাইরি করা হলেও তার কোনো খোঁজ মেলেনি।চোখের জলের মধ্যে দিয়ে পরিবারের দিন কাটছে।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের বিকাশ মাঝি,ঐ এলাকার এক যুবকের সাথে কাজের সন্ধানে হায়দ্রাবাদে যায়।আর সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। হায়দ্রাবাদের এরিয়া থানাতে এই মিসিং ডায়রি করা হয়েছিল। সন্ধান দিতে পারেনি। তার সঙ্গে যে সঙ্গী গেছিলো সেও অনেক খোজা খুঁজি করেও কিছু জানাতে পারেনি।
বিকাশ এখন কোথায় আছে? কি করছে? কি হয়েছে তার সাথে কিছুই জানতে পারছে না।
তার স্ত্রী পুত্র মেয়ে আতঙ্কের মধ্যে প্রহর গুনছে। পরিবারের উপার্জনকারী মানুষ টি এখন বেঁচে আছেন কি না তাও জানে না। এই নিয়ে দিনরাত দুশ্চিন্তা করে ঘুম উড়ে গিয়েছে পরিবারের।মেয়ে দশম শ্রেণী তে পড়ে, আর্থিক অভাবে পড়াশোনা ও বন্ধ হয়ে গেছে।প্রশাসন ই ব্যাপারে উদাসীন থাকায় সংসার চালাতে ছেলেকে নিয়েই অন্যের ক্ষেতে কাজ করতে যায় মা ও ছেলে মিলে তাতে কোনোমতে তাদের সংসার চলে যায়।
আর্থিক ক্ষমতা না থাকার জন্যই কি পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না? তাহলে কি তাদের পরিবারের কর্তা ফিরে আসবে না? এইরকম হাজারো প্রশ্ন উঠছে বিদ্ধস্ত পরিবার টির।
6-7 মাস সময়টা তাদের জন্য অনেক টায় দীর্ঘ। কিন্তু তাদের এই অবস্থার কথা কি ভাবছেন প্রশাসন? নেই কোনো উত্তর…… এর উত্তর আদেও কোনোদিন মিলবে কি না তাও পরিবারের অজানা।……