প্রবল বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি জেলায়।
জলপাইগুড়িতে তিস্তার জল বেড়ে যাওয়ায় জলঢাকা নদীর জল ও বাড়ছে। জলপাইগুড়ি জেলার গা ঘেঁষে বয়ে গেছে করোলা নদী। এই নদী তেও জল বাড়ছে। একেই বৃষ্টি হচ্ছে তারপর এই নদীর জল বাড়ার কারণে শহরের এলাকায় জল ঢুকে রাস্তাঘাট নালা তে জল জমছে। কোথাও কোমর পর্যন্ত জল কোথাও হাটু পর্যন্ত জল।সব থেকে খারাপ অবস্থা পরেশমিত্র কলোনির এখানে প্রায় সব বাড়িতে জলঢুকে গেছে। সেখানকার বাসিন্দাদাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সর্তকতা জারি করা হয়েছে দোমোহনি ও মেকলীগঞ্জে।
শিলিগুড়িতেও এক অবস্থা । ভেঙে গেছে সংযোগকারী ব্রিজের রাস্তা। গ্রামের মধ্যে জল ঢুকে পড়েছে। 8 টি গ্রাম চরম দুর্ভোগ। স্কুলের মধ্যে জল ঢুকে গেছে। গ্রামের লোকেদের ট্রেন শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে এই বন্যা পরিস্থিতি।