চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনি। গণপিটুনিতে এক যুবকের মৃত্যু আর একজন ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঝাড়গ্রাম এর জামবনি এলাকায় ঘাটকুড়া গ্রামের । মৃত যুবকের পরিবারের দাবি 22শে জুন সৌরভ তার মায়ের স্কুটি নিয়ে বন্ধুর সঙ্গে জাম বনি থানার ঘাটকুড়া এলাকায় দুজনে ঘুরতে গেছিলো। বিকেলের দিকে ঘাটকুড়া এলাকার রাস্তা ধরেই বাড়ি ফিরছিল হটাৎ করে চোর সন্দেহে কয়েকজন তাদের উপর আক্রমণ করে। স্থানীয় সূত্রে খবর ঐ ঘাটকুড়া এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিলো সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিলো , ঐ গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ উঠে আর তাতে সৌরভ ,তার বন্ধুকে চোর সন্দেহে এই গণপিটুনির মতো ঘটনা। এরপরে পুলিশ এসে ঐ দুজন যুবক কে হাসপাতালে ভর্তি করা হলে সৌরভ 9 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায়। আরেকজন অবস্থা গুরুতর।
মৃত যুবকের পিতা অবনী শাও পেশায় টোটো চালক। তিনি বলেন এভাবে কাউকে চোর সন্দেহে মারাধর করা ঠিক নয় এর জন্য পুলিশ প্রশাসন রয়েছে। তাদের সাহায্য নিতে পারতো। এর জন্য কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনার তদন্ত চালাচ্ছে ঝাড়গ্রাম পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার এর খবর আসেনি