রাতের অন্ধকারে এক যুবক কে ব্যাপক মারধর কিছু দুষ্কৃতীর। ব্যারাকপুরে বুড়িরবাজার এলাকায় ওই যুবক রাত্রি সাড়ে বারোটা , পৌনে একটা নাগাদ বাড়ি ফিরছিলেন ,। তখন ওই যুবকের উপর কিছু দুষ্কৃতী চড়াও হয় । ওই যুবক অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কর্মী সাদ্দাম ও তার দলবলেরা মিলে কোনো কারণ ছাড়ায় লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে। মাথা ফেটে যায়। রক্তাত্ত্ব অবস্থায় লুটিয়ে পড়ে থাকে অনেক্ষন। পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে ব্যারাকপুরে হাসপাতালে ভর্তি করা হলে পরে তাকে আর জি, কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসা চলে । পরে ওই যুবক এর স্বাস্থ্যের উন্নতি হলে ডাক্তারে বাড়ি যাবার পরামর্শ দেয়। তবে বাড়ি ফিরে গেলে ও তার শরীর অসুস্থ হয়ে পড়ে , তাকে সাগরদত্ত হসপিটালে নিয়ে যাওয়া হলে তাকে এমার্জেন্সি তে ভর্তি নিতে চায়নি । পরে সেখানে পুলিশ আসে পুলিশের হস্তক্ষেপে তাকে ভর্তি নেওয়া হয়। পরিবারে লোক থানায় অভিযোগ করেছে।
ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান পুর ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন।।