স্বাস্থ্য সাথীর বিলে অনিয়ম ঠেকাতে এই উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের।
এবার থেকে স্বাস্থ্যসাথীর স্কিমে ভর্তি হওয়া কোন রোগী ১০ দিনের বেশি থাকলে বিলের টাকা মেটানোর আগে স্বাস্থ্য দফতর মেডিক্যাল অডিট করবে। অডিট করে দেখা হবে সেই রোগীর আদেও কোনো প্রয়োজন আছে কি না ? সেই মেডিকেল অডিটের পর পাস হবে বিলের টাকা। এমনকি যেদিন হসপিটালে যে রোগের ক্লেম করে ভর্তি হয়েছিল সেটার সত্যতা যাচাই করা হবে।
এক্ষেত্রে যদি দেখা যায় রোগী যে রোগের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল, তা অস্ত্রোপচার করার সময় যদি অন্য কোন রোগ ধরা পড়ে তার বিল্ করা হলে , তার টাকা দেবে না সরকার। রোগী প্রথমে যে প্যাকেজ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তার টাকায় মেটাবে সরকার। আপাতত এটাই স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এই নির্দেশিকা সমস্ত সরকারি বেসরকারি হসপিটালে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।