শিলিগুড়িতে একটি বেসরকারি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঐ বেসরকারি স্কুল বাস টি সিটি অটোতে ধাক্কা মারে তার ফলে এক শিক্ষিকার মৃত্যু হয়। তারপরে সেই বাসটিকে পুলিশ হেফাজতে নিয়ে আসলে সেই বাসটির গায়ে লেখা সমস্ত তথ্য মুছে ফেলা হয় রাতারাতি। এই ঘটনাটি 3rd জুলাই 2024 এর ।
কোর্টের পারমিশণ ছাড়া পুলিশ কখনোই কোনো প্রমান বদল করতে পারে না। এক্ষত্রে তেমন টায় হয়েছে। প্রমান বদলে ফেলা হয়েছে রাতারাতি। এর আগেও শহরের পুলকার গুলি একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। অনেক পড়ুয়া জখম আহত ও হয়েছে। তাই এখন প্রশ্ন উঠছে.. শহরের পুলকারগুলি রেজিস্ট্রেশন আছে তো?
পুলকারগুলি বাচ্চার জন্য কতটা সুরক্ষিত? পুলকারগুলি পরীক্ষা করে দেখা হয় কি না তাও সন্দেহ আছে? পুলকার গুলির রেজিস্ট্রেশন যাচাই করে পুলিশ?