রাজ্যপালের সম্মানহানির অভিযোগে দুই শীর্ষ পুলিশ অফিসারকে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার পক্রিয়া শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনটায় PTI সূত্রে খবর।ঐ দুই পুলিশ কর্তার বিরুদ্ধে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠান সিভি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে গুজিব ছড়ানো ও গুজবে মদত দেওয়ার অভিযোগ উঠেছে, রাজ্যপালের পদ কলঙ্কিত করার প্রয়াস ঐ দুই পুলিশ অধিকারিকের। সিপি ও ডিসি সেন্ট্রাল জানিয়েছেন . .. ই বিষয়ে তাদের কিছু জানা নেই । তবে এই বিষয়ে আগে বলা হয়েছিল ঐ দুই পুলিশ অফিসারকে সরানোর জন্য , কিছু ব্যাবস্থা নেওয়ার জন্য। এখন এই দুই পুলিশ অধিকারিকের বিরুদ্ধে কেন্দ্র কিছু শাস্তিমুলক পদক্ষেপ নিতে চলেছে। তবে রাজভবন থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজভবন সূত্রে খবর তারা বলেছে, এই নিয়ে কেন্দ্রের কাছে তারা অভিযোগ করেছে, এ নিয়ে কোন পদক্ষেপ গ্রহণ করলে কেন্দ্র তা রাজ্যকে জানাবে। রাজভবনের যদি এই বিষয় নিয়ে কোন কিছু জানানোর থাকে তা অবশ্যই জানাতে পারবে কেন্দ্রকে। তবে এই নিয়ে রাজ্য, রাজ্য পাল পুলিশ এক জটিলতার সৃষ্টি হয়েছে। ” রাজ্যপাল চাইছেন যেন এনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক”
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.