ব্যারাকপুর ওড়িসি ক্লাবে পুজোর মিটিংয়ে বসে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছিল ৭ তারিখ পূজোর মিটিং উপলক্ষে বারাকপুরের ক্লাবে নতুন কমিটি গঠন করা নিয়ে আলোচনা চলছিলো পুরানো তৃণমূল কাউন্সিলার তার দখলদারি বজায় রাখার জন্য তুমুল তর্ক বিতর্ক করে তারপরে ই ঐ ক্লাব ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় ঐ তৃণমূল কাউন্সিলার এর অনুগামীরা ক্লাব ঘরের এক ব্যক্তি পার্থ চৌধুরী কে বেধড়কভাবে মারধর করা হয় সে গুরুতর ভাবে আহত হয় । মিটিংয়ে উপস্থিত অন্যান্য সদস্যরা পার্থ কে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে কিন্তু ততক্ষণে সে মারা যায়। । ওই ক্লাবের সদস্যদের অভিযোগ ..ওই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মারধরের কারণেই তার মৃত্যু হয়। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পুলিশে অভিযোগ দায়ের হয়নি। মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতলে ময়না তদন্তে রিপোর্টের পরেই জানা যাবে তার মৃত্যু কি কারণে হয়েছিল। তবে এ ব্যাপারে তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় ঘটনার পর থেকে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন মিটিং এর সময় পার্থ চৌধুরী ওই ক্লাবে উপস্থিত ছিলেন না তিনি বাড়ির কাছে টোটো থেকে পড়ে যান ফলে এই মৃত্যু হয়েছে। আজকে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেছে দেখানো হয়েছে তিনি একটি রিকশা থেকে মিটিং থেকে 200 মিটার দূরে নেমে যাওয়ার সময় রাস্তার ধারে একটি ড্রেনের মধ্যে পা পিছলে পড়ে যান। তারপরে সেখানকার স্থানীয় মানুষেরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে ব্যারাকপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে পার্থ চৌধুরি মারা যায়।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.
You May Also Like
More From Author
নিম্নচাপের প্রভাবে শীতের পালা শেষ, বৃষ্টির সম্ভাবনা
December 21, 2024
আজকের দিনটি আপনার কেমন যাবে জানুন ?
December 21, 2024