আজ সকাল 9 টায় বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, বন বিভাগ, বিষ্ণুপুর পৌরসভা পুলিশ প্রশাসন, ও মহকুমা প্রশাসনের সম্মিলিত উদ্যোগে ১৮ জুলাই ২০২৪ এক বৃহৎ বৃক্ষ রোপণ কর্মযজ্ঞ “বর্ষা মঙ্গল” কর্মসূচি মহাসম্মেলনে অনুষ্ঠিত হলো পোড়া মাটির হাটে । একই সঙ্গে লালবাগ সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ ও চলবে। এ পর্যায়ে গোটা বর্ষা ঋতুজুড়ে মহকুমার বিভিন্ন সরকারি অফিস, স্কুল-কলেজে সরকারি অনাবাদি জমিতে, ব্যক্তিগত জমিতে, বনবিভাগের জমিতে দুই লক্ষ চারা গাছ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পোড়া মাটির হাটে বৃক্ষরোপনের অব্যবহিত পরেই বন বিভাগ আয়োজিত শোভাযাত্রা হবে যদুভট্ট মঞ্চ পর্যন্ত। বনমহোৎসবের উদযাপন অনুষ্ঠান হল যদুভট্ট মঞ্চে।
মহাকুমার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের দায়িত্ব ভাগ করে নিয়েছে ব্লক প্রশাসন, বিদ্যালয়, অঙ্গনওয়ারি কেন্দ্র, পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি
“সবুজ বন্ধু ও বিষ্ণুপুর কালচারাল একাডেমীর” সম্মতির ভিত্তিতে তাদের পোড়ামাটির হাটে বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে লাল বাঁধের পাড়ের দায়িত্বে রয়েছেন… “লায়ন্স ক্লাব” “বই মেলা উৎসব কমিটি” “কিশলয়” ও “চলো এগিয়ে আসি”। বিষ্ণুপুর শিক্ষানুরাগী সমাজ- বিএড কলেজ সংলগ্ন ফাঁকা জায়গার দায়িত্বে থাকছেন- “মল্লভূম প্রয়াস” আদিবাসী অধ্যুষিত গ্রামে ফলের চারা রোপন ও বন্টনের দায়িত্ব নিয়েছেন। এছাড়াও শহরের বিভিন্ন সরকার চিহ্নিত ফাকা জায়গা , সম্মতির ভিত্তিতে বেসরকারি ও ব্যক্তিগত জমিতে ও বৃক্ষরোপণ ও পরিচর্যা দায়িত্ব নিয়েছে, ‘দায়বদ্ধ’ ও ‘মনুষত্ব’ ও ‘অনন্ত স্মৃতি ব্যয়ামাগার’ এর সকল পদাধিকারী ও সদস্য সদস্যাবৃন্দ।
লাল বাঁধের উত্তর পাড়ে অবস্থিত স্টল গুলি তাদের স্টলের পিছনে ও আশেপাশের ফাঁকা জায়গায় গাছের চারা লাগানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে।
‘সবুজবন্ধু’ নামিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা 255 বিষ্ণুপুর বিধানসভার মাননীয় বিধায়কের উৎসাহে বিষ্ণুপুর পৌর এলাকার প্রতিটি বাড়িতে টবে চারা গাছ পৌঁছে দেওয়ার বিশেষ দায়িত্ব গ্রহণ করেছে।
এছাড়াও বিষ্ণুপুর শহরের বাড়িতে ছাদ বাগান তৈরি উৎসাহ দিতে একটি প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। স্থানাধিকারীদের বিশেষ সংবর্ধনা ও পৌরসভা হতে কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে।
সৃষ্টিশ্রী মোড় থেকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এলাকা পর্যন্ত রাস্তা প্রতিদিন সকালে বহু মানুষ প্রাত: ভ্রমন করেন; ওই রাস্তাটির দু – ধারে গাছ লাগিয়ে বিশেষ ভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে মহকুমা পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মাননীয় সভাধিপতি, জেলাশাসক, জেলা পুলিশ,আরক্ষাধক্ষ অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) প্রধান বন সংরক্ষক( সেন্ট্রাল সার্কেল) মহকুমা শাসক, বিষ্ণুপুর বিভাগীয় বন আধিকারিক, বিষ্ণুপুর পৌরসভার পৌরবিষ্ণুপুর পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ.