ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রত্যেক শহর এবং প্রত্যেক পরীক্ষাকেন্দ্র ধরে ধের রেজাল্ট প্রকাশ করতে হবে বলে জানাল শীর্ষ আদালত। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA), যারা NEET UG নেওয়ার দায়িত্বে, তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ রেজাল্ট আপলোড করতে বলা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে রেজাল্ট আপলোড করতে হবে।বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, বিচারপতি জেপি পর্দিওয়ালা এবং বিচারমতি মনোজ মিশ্রের বেঞ্চ এই নির্দেশ দেওয়া হয়েছে। NEET UG পরীক্ষায় অনিয়ম এবং দুর্নীতির যে ভূরি ভূরি অভিযোগ উঠেছে, সেই নিয়ে শুনানি চলছিল আদালতে, তাতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করতে বলা হলেও, পরীক্ষার্থীদের পরিচয় প্রকাশ করা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি, বিহারের কাছ থেকেও NEET UG নিয়ে রিপোর্ট চেয়েছে আদালত। কারণ বিহার পুলিশই প্রথম এই সংক্রান্ত মামলা দায়ের করে, যার দরুণ গোটা দেশে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে বলে খোলসা হয়। ঝাড়খণ্ড, গুজরাত, দিল্লি এবং মহারাষ্ট্রে পরীক্ষার প্রশ্নপত্র চক্রের পর্দাফাঁস হয়। কোটি কোটি টাকা লেনদেনের খবর উঠে আসে।এবছরের NEET UG পরীক্ষার ফলাফল বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার দাবি উঠছে। সেই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছে আদালতে। আবেদনকারীদের আইনজীবী এবং সরকারি কৌঁসুলির মধ্যে বিষয়টি নিয়ে তুমুল বাগবিতণ্ডাও হয়। আবেদনকারীদের আইনজীবী নরেন্দ্র হুডা সম্পূর্ণ ফলাফল প্রকাশের আর্জি জানান। এর পাল্টা সলিসিটর জেনারেল জানান, সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয়, কারণ তা পড়ুয়াদের ব্যক্তিগত সম্পত্তি।

এর পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, পরীক্ষা কেন্দ্র ধরে ধরে রেল নম্বর পাল্টে রেজাল্ট প্রকাশে আপত্তি কোথায়? দুই পক্ষের সওয়াল-জবাব শুনে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেজাল্ট প্রকাশেরই নির্দেশ দেয় আদালত। প্রধান বিচারপতি বলেন, “পাটনা এবং হাজারিবাগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধুমাত্র সেখানকার পরীক্ষাকেন্দ্রগুলিতেই ফাঁস হওয়ার প্রশ্নপত্র পৌঁছয়, নাকি দেশের অন্যত্রও ছড়িয়ে পড়ে, তা নিশ্চিত ভাবে জানা দরকার। পড়ুয়াদের হাত-পা বাঁধা, কারণ তাঁরা রেজাল্ট জানেন না। পড়ুয়াদের পরিচয় আড়ালে রাখা হোক। কিন্তু পরীক্ষাকেন্দ্র অনুযায়ী কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হয়েছে, তা দেখা দরকার।” সোমবার ফের মামলার শুনানি রয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author