৩২ রকমের আম নিয়ে দিল্লির আম মেলায় সবার মন জয় করল বাঁকুড়ার নিত্যানন্দ। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের পাঁকতোড় গ্রামের যুবক নিত্যানন্দ গরাই চাষ করেছেন বিভিন্ন প্রজাতির আম। সেই আম বাগানের ৩২ রকমের আম নিয়ে দিল্লির বুকে আম মেলায় হাজির হয় নিত্যানন্দ।সেখানে এক একটা মিয়াজাকি আম বিক্রি করে ৫০০০ টাকায়। এছাড়াও চাকাপাত ১ হাজার টাকায়, রেড পালমার ৬০০ টাকায় এবং অনন্যা প্রজাতির আম গুলো ৫০০ টাকায় বিক্রি করেন।তাঁর আমের স্বাদ ও গুণাগুণ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং ভিন দেশের আম প্রেমী মানুষজনের কাছে। পেয়েছে একাধিক পুরস্কার এবং সার্টিফিকেট।উল্লেখ্য, তাঁর গ্রামের বাড়িতে বিস্তৃণ এলাকা জুড়ে চাষ করছেন আম সহ বিভিন্ন ফলের। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফলের চাষ করে নজীর সৃষ্টি করেছেন। এই মুহূর্তে তার বাগানে মিয়াজাকি, রেড পালমার,কিং অব চাকাপাত, আমেরিকান ডগমাই, গোল্ডেন, থাই কেজি, কিউজাই, আম্রপালি সহ একাধিক বিদেশী ও দেশী আম রয়েছে।তাঁর আমের স্বাদ ও গুণাগুণ প্রশংসা কুড়িয়েছে দেশের বিভিন্ন রাজ্য এবং ভিন দেশের আম প্রেমী মানুষজনের কাছে। পেয়েছে একাধিক পুরস্কার এবং সার্টিফিকেট।উল্লেখ্য, তাঁর গ্রামের বাড়িতে বিস্তৃণ এলাকা জুড়ে চাষ করছেন আম সহ বিভিন্ন ফলের। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফলের চাষ করে নজীর সৃষ্টি করেছেন। এই মুহূর্তে তার বাগানে মিয়াজাকি, রেড পালমার,কিং অব চাকাপাত, আমেরিকান ডগমাই, গোল্ডেন, থাই কেজি, কিউজাই, আম্রপালি সহ একাধিক বিদেশী ও দেশী আম রয়েছে।দিল্লির আম মেলা থেকে ফিরে এসেতাঁর আম বাগান সহ আগামীর পরিকল্পনা সহ নানা বিষয়ে আশাবাদী নিত্যানন্দ।বিগত কয়েক দশকের মধ্যেই পাল্টে গেছে চিত্র। মুর্শিদাবাদ মালদার সঙ্গে আম উৎপাদনে উঠে আসছে বাঁকুড়ার নাম। তবে আম্রপালি এবং মল্লিকা উৎপাদনে একচেটিয়া শাসন করছে বাঁকুড়া। শুধু তাই নয় অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার মত বন্ধুর এলাকাতে।বাঁকুড়ার আম ইতিমধ্যেই বেশ নাম করেছে ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে। রাজধানী দিল্লিতে ও বাঁকুড়ার আমের রমরমা।বাঁকুড়া জেলা উদ্যানপালন দফতরের হাত ধরে নিত্যানন্দ এবং বাঁকুড়া ৩২ টি প্রজাতির এক্সোটিক আম পেল বিশেষ স্বীকৃতি।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author