দেশের মধ্যে কেরালা রাজ্যে ক্রমশই ছড়িয়ে পড়ছে মারন ভাইরাস নিপা। এই মারন ভাইরাস দেখা গিয়েছে কোঝিকোড়া, মাল্লাপরম, ইডুকি ও এরনাকুলাম জেলায়। এবার এই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ১৪ বছরের বালকের। কেরালার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে আরো আরো ৪ জন নিপা ভাইরাসে আক্রান্ত।

এদের সকলকেই হাই রিস্ক ক্যাটাগোরিতে রাখা হয়েছে। মানজেরি মেডিকেল কলেজে এদের চিকিৎসা চলছে। এর আগে কেরালার কেঝিকোড়ে নিপা ভাইরাসের পাওয়া যায় ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার জানিয়ে ছিল মাল্লাপুরমের চোদ্দ বছরের ওই ছেলেটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ছিল।

রবিবার ১১টার নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেটরে ছিল। তাঁর ইউরিন কমে আসছিল। এরপর হৃদরোগে আক্রান্ত হয় কয়েক মিনিটের ব্যবধানে মৃত্যু হয় সেই ছেলেটির। এরপরেই স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে মাল্লাপুরমের বাসীন্দাদের মাস্ক ব্যবহার করার আবেদন করেন।

পাশাপাশি হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে সাবধনতা অবলম্বন করতে বলেছেন। তিনি আরও বলেন, বাজার থেকে কিনে কোনও ফল খাওয়ার আগে খুব ভালো ভাবে ধুয়ে সেনেটাইজ করে তবেই খাবার পরামর্শ দেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author