সপ্তাহের শুরুতেই সোমবার আজ শেয়ার বাজার খুলতেই চরম ধাক্কা। ১৫৩৩.১১ পয়েন্ট সেনসেক্সের পতন ঘটে। শেয়ার বাজারে এই ব্যাপক ধসের জন্য বিনিয়োগকারীরা ৯.৫২ লক্ষ কোটি টাকা খুইয়েছেন। বর্তমানে সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৯৪৪৮.৮৪ অঙ্কে। অপরদিকে নিফটি ৫০ সূচক নেমে দাঁড়িয়েছে ২৪২৫৪.২০ অঙ্কে।
বিগত ৭দিন ধরে নিফটি ৫০ এবং বিএসই সেনসেক্সের সূচক উর্ধ্বমুখী থাকলেও, সোমবার সকালে বাজার খুলতেই ব্যাপক হারে ধস নামে সেনসেক্স ও নিফটি সূচকে। জানা গিয়েছে, মার্কিন বাজারে আর্থিক মন্দার জেরেই ভারতী শেয়ার বাজারে এই ধস নেমেছে।
এছাড়াও আগামী মাসেই প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে আমেরিকায়। সেই কারনেই এই নির্বাচনের আগে বিনিয়োগকারীরিরাও ঝুকি নিতে চাইছে না বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে ব্যাঙ্ক অব জাপানও সুদের হার বৃদ্ধি করায়, জাপানের শেয়ার বাজারেও ধস নেমেছে।
এছাড়াও মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ বাড়েছে বিনিয়োগকারীরিদের মধ্যে। যেমন ইজরাইলের উপরে ইরান, তেহরান যেকনোও মুহুর্তে হামলা করতে পারে। এই সম্ভাব্য যুদ্ধ পরিস্তিরও অনেকটাই প্রভাব ফেলেছে শেয়ার বাজারের উপর।