একের পর এক পদকের আশা শেষ হচ্ছে। তিনটে পদক জিতে এখন অলিম্পিক্সের শেষ লগ্নে দাঁড়িয়ে ভারত। এই পরিস্থিতিতে ৮ অগস্ট জোড়া পদক আসতে পারে। ব্রোঞ্জের লড়াইয়ে নামছে ভারতের পুরুষ হকি দল আর সোনার লড়াইয়ে নামছেন নীরজ চোপড়া।

টোকিও অলিম্পিক্সে সাফল্যের পর প্যারিস অলিম্পিক্সে ভারতকে নিয়ে দেশবাসীর প্রত্যাশা ছিল চড়া। সাতটা পদকের বেশি পদক এবার আসবে বলে আশা করছিলেন সকলে। কিন্তু সেই আশায় জল ঢেলে একের পর এক পদকের দাবিদার অ্যাথলিট ছিটকে গিয়েছেন। বিনেশ ফোগতের ধাক্কা কাটতে না কাটতেই চতুর্থ হয়ে পদকের আশা শেষ করেছেন মীরাবাই চানু। এই পরিস্থিতিতে অলিম্পিক্সের ১৩ তম দিনে ভারতের সামনে রয়েছে দুটো পদক জয়ের সুযোগ।
চলতি অলিম্পিক্সে তিনটে পদক এসেছে। আর তিনটেই এসেছে ব্রোঞ্জ। শুটিং বাদে অন্য কোনও বিভাগ থেকে আসেনি পদক। ব্যাডমিন্টন, টেবল টেনিস, কুস্তি, ভারোত্তোলনে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ৮ অগস্ট আশা জাগাচ্ছেন নীরজ চোপড়া ও ভারতের ছেলেদের হকি দল।

নীরজ চোপড়া
জ্যাভেলিনের বাছাই পর্বে নীরজ চোপড়া দারুণ পারফর্ম করেছেন। প্রথম থ্রো-তেই তিনি ৮৯.৩৪ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের টিকিট পাকা করেছেন। টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ এবার সোনা জয়ের থেকে একধাপ দূরে রয়েছেন। ৮ অগস্ট রাত ১১.৫৫ মিনিটে তিনি ফাইনাল খেলতে নামবেন। একটা ভালো থ্রো তাঁর গলায় পদক তুলে দিতে পারে। যদি তিনি পদক জেতেন তাহলে নর্ম্যান প্রিচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু ও মানু ভাকেরের পর তিনি দুটো অলিম্পিক্স পদকের মালিক হবেন।

হকি
ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলতে নামছে ভারতের ছেলেরা। সেমিফাইনালে জার্মানির কাছে ৩-২ গোলে হেরে গিয়ে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলবে ভারত। এবার স্পেনের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ম্যাচটা হবে বিকেল সাড়ে ৫টা থেকে। এটা জিতলে ব্রোঞ্জ জিতবে ভারত।
মেয়েদের ১০০ মিটার হার্ডলসের রেপচেজে খেলতে নামবেন জ্যোতি ইয়ারাজি। তাঁর ইভেন্ট হবে দুপুর ২.০৫ থেকে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author