অবশেষে রাতেই অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধাণ দায়িত্ব গ্রহন করল ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার অর্থাৎ আজ ৮ আগস্ট রাত ৯.২২ মিনিটে শপথ নেন ইউনুস সহ অন্য উপদেষ্টারা। মন্ত্রীপরিষদের তরফে জানানো হয় এই সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থকবে। কিন্তু আজ রাতে আপাতত ১৪ জন সদস্য শপথ গ্রহণ করে। অপরদিকে এই পরিস্থিতে শেয়ার বাজারে ধ্বস Oxygen বাংলাদেশে।
বাংলাদেশের মুদ্রার দাম পড়ল আন্তর্জিতিক বাজারে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার জন্য অধ্যাপক মহম্মদ ইউনুসকে অভিনন্দন”। তিনি আরো লিখেছেন, শান্তি ও স্বাভাবিকতার দ্রুতপুনরুদ্ধার এখন সময়ের প্রয়োজন। পশ্চিমবঙ্গের ৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি ইউনিসকে লিখেছেন, “প্রত্যেক বাংলাদেশীর নিরাপত্তা নিশ্চিত করুন।চিঠিতে গুরুত্ব দিয়ে লিখা হয়, “বাংলাদেশের উন্নয়ন নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। পরিচয়ের নিরিখে পশ্চিমবঙ্গের জনগনের জন্য বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বরং আমার ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস ভাগ করে নেওয়ার কারণে বাংলাদেশে হৃদয়ের প্রতিবেশীও।ইউনুসের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যোগদানকারী অন্য উপদেষ্টাদের মধ্যে উল্লেখ যোগ্য ব্যক্তিরা হলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্বাবধায়ক সরকারের উপদেষ্টাএ এএফ হাসান আরিফ এবং মানবধিকার কর্মী আদিলুর রহমান খান।