আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এখনও তোলপাড় রাজ্য… আর তার মধ্যেই আরো এক ঘটনা, হাসপাতাল কে কেন্দ্র করে।
আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়।পারিপার্শ্বিক প্রমাণ খতিয়ে দেখে এমনই অনুমান তদন্তকারীদের। এই ঘটনা গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কে। আর জি করের এই ঘটনাকে কেন্দ্র করে এখনো গোটা রাজ্য তোলপাড়, তার সেই রেস কাটতে না কাটতেই কাটোয়া মহকুমার হাসপাতালের ঘটনায় শোরগোল পড়ে গেল।
গতকালই ভাতার স্টেট জেনারেল হাসপাতালের এক মহিলা চিকিৎসকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।সরকারি হাসপাতালের মধ্যেই শিশুর মায়ের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল। আহত শিশুর মাকে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ ওঠে হাসপাতালে ভর্তি আরেক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। কাটোয়া মহকুমা হাসপাতালে আহত শিশুকে নিয়ে রাত জেগেছিলেন মা। সেখানেই আর এক রোগীর আত্মীয় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং কুরুচিকর অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ। সার্জিক্যাল বিভাগে মহিলা ওয়ার্ডে ওই পুরুষ আত্মীয় ঢুকে এই ঘটনা ঘটায়। বেসরকারি নিরাপত্তারক্ষী এবং হাসপাতালে পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠছে। এই ঘটনা নিয়ে পরিবারের তরফে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।