ন্যাশনাল মেডিকেলে সন্দীপ ঘোষ কে নতুন অধ্যক্ষ করে প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের. নতুন অধ্যক্ষ কে তারা মেনে নিতে চাইছে না. ‘গো ব্যাক’- স্লোগান তাকে ঘিরে. সন্দীপ ঘোষ নতুন অধ্যক্ষের ঘরের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ. প্রিন্সিপাল রুমের সামনে সমস্ত ডাক্তারি পড়ুয়া রয়েছে এবং internship রয়েছে তারা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন। সেই অধ্যক্ষ কি মেনে না নেওয়ার পিছনে এক এক চিকিৎসক পড়ুয়া জানিয়েছেন আর জি কর হসপিটালে অধ্যক্ষের পদে দায়িত্বে থাকা সত্ত্বেও সেই দায় এড়িয়ে এত বড় ঘটনা ঘটলো সেখানে অন্য কলেজে কিভাবে তাকে মেনে নেয়া যেতে পারে । সব মিলিয়ে এই পরিস্থিতিতে ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বর উত্তপ্ত হয়ে গেছে তবে নিরাপত্তার জন্য সেখানে যথেষ্টই পুলিশ বাহিনী রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের দায়িত্ব নয়, দাবিতে অনড় ন্যাশনাল মেডিক্যাল কলেজ পড়ুয়ারা। সকাল থেকেই চলছে বিক্ষোভ। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা, রাজ্যের মন্ত্রী জাভেদ খান।

উত্তেজিত পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খান। জাভেদ খান স্বর্ণ কমল সাহা তারা বিক্ষোভকারীদের সাথে কথা বলতে চাইলে তারা তাদের দাবিতে অনড়, মন্ত্রি ও চেয়ারম্যান এর কোনো কথা শুনতে চাইছে না ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author