প্যারিসে অলিম্পিক্স এর আসর সবেমাত্র শেষ হয়েছে। এবারে শুরু হতে চলেছে প্যারা অলিম্পিক। এবারে সেই দিকেই নজর। কিন্তু প্যারা অলিম্পিক এর আগে ভারতের জন্য এক বড় ধাক্কা।টোকিওয় সোনাজয়ী প্যারাঅলিম্পিয়ান প্রমোদ ভগৎ নির্বাসিত হলেন। বিডব্লুএফের অ্যান্টি ডোপিং নিয়মে ব্যর্থ হওয়ায় ১৮ মাসের জন্য নির্বাসিত করা হল ভারতীয় তারকা প্যারাঅলিম্পিয়ানকে।টোকিওয় প্রথমবার প্যারাঅলিম্পিক্সে ব্যাডমিন্টনের অন্তর্ভুক্তি হয়েছিল। আর প্রথমবারেই বাজিমাত সোনা জিতে নিয়েছিলেন প্রমোদ।প্যারিসেও স্বাভাবিকভাবেই ভারতের হয়ে পদকজয়ের বড় দাবিদার ছিলেন প্রমোদ। কিন্তু অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় তাঁর শাস্তি হল। ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা বিডব্লুএফের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার বাইরে থাকার সময় ডোপ পরীক্ষা করার জন্য কোনও অ্যাথলিট কোথায় রয়েছেন, সেই জায়গার বিস্তর বিবরণ দিতে হয়। এটি অ্যান্টি ডোপিং নিয়মের এটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এমনটা না করলে, নির্বাসিত পর্যন্ত হতে হয়। যেমনটা প্রমোদের ক্ষেত্রে হল।
এই বছরের মার্চ মাস থেকে শুরু করে ১৮ মাসের জন্য প্রমোদকে নির্বাসিত করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি আর প্যারিস প্যারাঅলিম্পিক্সে অংশ নিতে পারবেন না। প্রাথমিকভাবে নিজের নির্বাসনের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসও আপিল করেছিলেন প্রমোদ। কিন্তু সেখানেও তার আবেদন খারিজ করে দেওয়া হয়।