রোজকার একই ছবি স্বাভাবিক ছিল বিমান পরিষেবা কিন্তু শনিবার সকালেই লক্ষনউ বিমানবন্দরে তুমুল শোরগোল দেখে তৎপর ছুটে এলেন কর্মীরা, ততক্ষনে গ্যাসে ভরে গেছে বিমানবন্দরের ভিতরের অংশ। গ্যাস নাকে যেতেই সংজ্ঞা হারালেন একের পর এক বিমানবন্দরের কর্মী। আতঙ্কে বিমানবন্দরেই ছোটাছুটি শুরু করলেন বাকিরা। ফাঁকা করা হলো সব খবর পেয়ে ছুটে এলেন এনডিআরএফ, এসডিআরএফ কর্মীরা।
এমন পরিস্থিতি ছিল লখনউয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে। লখনউয়ের এই বেসরকারি বিমানবন্দরের কার্গো বিভাগে ফ্লোরিন গ্যাস লিক করে। ওই গ্যাস লিক করে অজ্ঞান হয়ে যান দুইজন। প্রাণভয়ের আশঙ্কায় বাকিরাও বিমানবন্দরে ইতি-উতি ছুটতে শুরু করেন। পুলিশ ও দমকল বাহিনীর সহযোগিতায় আপাতত স্থিতিশীল বিমানবন্দর।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author