জোতিষ শাস্ত্রে পায়রা খুব শুভ বলেই গণ্য করা হয়। পায়রা দেখে কোনো কাজে গেলেও সেটা শুভ মনে করা হয়। পায়রার বিশেষ মর্যাদা রয়েছে। সৌভাগ্য সুখ সমবৃদ্ধির প্রতীক পায়রা। যে বাড়িতে পায়রা থাকে সেই গৃহে মা লক্ষীর বসবাস হয়। বাড়িতে পায়রা থাকলে বিভিন্ন বাধা বিপত্তি কেটে যায় এমনই মনে করা হয়। আমাদের সমাজে অনেকের বাড়িতেই বিভিন্ন পশুপাখি এসে বাস করে কিন্তু পায়রার কয়েকটি গুন রয়েছে শাস্ত্র মতে।
জোতিষ শাস্ত্রে বলা হয় যদি আপনার বাড়ির ছাদে কিংবা বারান্দায় পায়রা এলে তাকে খাওয়ানো উচিত তাহলে গৃহে অশান্তির ক্ষয় হয়। তবে আপনার বাড়িতে যদি পায়রার বাসা দীর্ঘদিন থাকলে তাহলে পরিবারে চরম বিপদ নেমে আসতে পারে। আপনি কখনই জীবনে উন্নতি করতে পারবেন না। তাই এরকম ঘটনা জীবনে ঘটতে দেবেন না। এই ছোটো ছোটো বিষয় গুলি নজর দিলেই জীবনে সাফল্য আসে।