পর পর ট্রেন দুর্ঘটনা গত তিন মাসে রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি কেন্দ্রের কাছে তিনবার লাইনচ্যুত হয়েছে । হঠাৎ ই দাঁড়িয়ে থাকা তেলের ট্যাংকার পেছনে চলে আসে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। ট্রেনের গার্ডের উপস্থিত বুদ্ধির জেরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস।
আমতাবস্থায় রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ সিগনাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে জানিয়েছে, রাজধানীর যাত্রীরা এক যাত্রী বলেন জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা, “আচমকা ঝাকুনি দিয়ে থেমে গেল ট্রেনটা ” গেটের বাইরে তখন আমাদের রাজধানীর সামনে একটি তেলের ট্যাংকার, তেলের ট্যাংকারের গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছে।
তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ । প্রশ্ন হচ্ছে বারবার দুর্ঘটনা হলেও কোনো সমাধান হয়নি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তদন্তের পর পর্যাপ্ত কর্মীর অভাব ও রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এইরকম ঘটনা হচ্ছে বারবার।