গত বছর মেঘভাঙা বৃষ্টির পর থেকেই একের পর এক বিপর্যয় ঘটে চলেছে। আবারও ভয়ঙ্কর বিপর্যয় নেমে এল সিকিমে। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের একাংশ। ন্যাশনাল হাইড্রোইলেক্টরিক পাওয়ার কর্পোরেশন -এর তিস্তা স্টেজ-৫ বাঁধটি গুঁড়িয়ে গিয়েছে। ধ্বংসের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে সিকিমের বালুতারে এই ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরেই লাগাতার ধস নামছে ওই এলাকায়। তাই ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী দীপু দারা কেন্দ্রটিকে নিয়ে আশঙ্কা দানা বাঁধছিল। তাই দিন কয়েক আগেই খালি করে দেওয়া হয় এলাকা। এদিন জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পাহাড়ের একটি অংশ খসে পড়লেও, তাই এদিন বিপর্যয়ের পর হতাহতের কোনও খবর মেলেনি।
জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিলেন তারাই এই ভিডিওটি তুলেছেন।
ভিডিও-তে দেখা গিয়েছে, পাহাড়ের সামনের অংশ আচমকাই কেঁপে উঠল। এর পর গাছ-গাছালি সমেত খসে পড়ল বিদ্যুৎকেন্দ্রের উপর। নিমেষের মধ্যেই ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।