রেল চত্বরে ধূমপান , বর্জ্য পদার্থ ফেললেই গুনতে হবে মোটা অংকের জরিমানা
#railwayinfrastructure#asianews
রেল স্টেশন ও রেল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে রেল সুরক্ষা বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রেল স্টেশন চত্বরে ধূমপান, আবর্জনা ফেলা কিংবা থুতু ফেলার জন্য দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। অপরাধীদের কাছ থেকে জরিমানার টাকা আদায়ের জন্য দেওয়া হবে মানি ভ্যালু রিসিপ্ট যেখানে জরিমানা হবে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত! এমনটাই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷এই নতুন নিয়ম গত ২৪ জুলাই, ২০২৪ শুরু চালু হয়েছে। এই নিয়ম চালু হওয়ায় বিশাল প্রভাব পড়েছে। বিশেষ করে নিয়ম ভঙ্গকারিদের উপর। এই জরিমানার প্রাপ্ত অর্থ রেলের ট্রেজারিতে জমা হবে। যা রেলের পরিকাঠামো ও উন্নয়ন সংরক্ষণের কাজে ব্যবহার করা হবে।