প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ । আর টি আই এর জবাবে তোলপাড়।
সম্প্রতি আর টি আই আইনে করা এক আবেদনে কেন্দ্র সরকার যে তথ্য প্রকাশ করেছে, দ্বিতীয় মোদি সরকারের সময়ে গত পাঁচ বছরে রেলের শুধু দুর্নীতির অভিযোগ জমা হয়েছে। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে ৩০ হাজার ২৬৬ টি। তথ্য সামনে আসতেই তুমুল তোলপাড় শুরু হয়। ভারতের রেলমন্ত্রকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। রেলমন্ত্রকের কর্মী আধিকারিকরা , দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত কত অভিযোগ জমা পড়েছে?এ ব্যাপারে রেলমন্ত্রক কি পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য আর টি আই আইনে আবেদন জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা সমাজকর্মী চন্দ্রশেখর গৌড়। কিন্তু এ ব্যাপারে কোন সুস্পষ্ট উত্তর দেয়নি কি পদক্ষেপ না হয়েছে সেই বিষয়ে। রেল দুর্নীতিতে সরকারি পরিসংখ্যানে চরম উদ্বেগ প্রকাশ করেছে তথ্যভিজ্ঞ মহল। তাহলে কি মোদির আমলে শুধুই দুর্নীতি। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দুর্নীতি বিরোধী নীতি ঘোষণা করেছিলেন, না খাব আর না কাউকে খেতে দেবো।( আমি ঘুষ খাব না আর কাউকে আমি ঘুস খেতে দেব না এই ঘুষের দুর্নীতি চলতে দেব না)