নিম্নচাপের ভ্রূকুটি
আবারই নিম্নচাপের ভ্রূকুটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ৷ আশঙ্কা করা হয়েছিল পুরী এবং দীঘা উপকুলে অবস্থান করবে। ফলে সংলগ্ন জেলায় প্রচুর বৃষ্টিপাত হবে। কিন্তু পরবর্তী সময়ে নিম্নচাপটি শক্তি হারিয়ে দূর্বল হয়ে পড়ে ৷ বর্তমানে এটি দক্ষিণ দিকে সরে যাওয়ায় বঙ্গ উপকুলের দূরত্ব বাড়িয়েছে ৷ ফলে গাঙ্গেয় বঙ্গে যে রকম বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছিল, তার সম্ভাবনা আপাতত নেই ৷ তবে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷
বুধবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ এবং অগামিকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অনেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে