মেট্রো লাইন ধরে হাঁটছিলেন এক তরুণী .তারপর কি হলো ওই তরুণীর?
#KolkataMetro#viralnews#LatestNews#asianews
অবাক কান্ড! সুড়ঙ্গের ভিতরে মেট্রো লাইন ধরে হাঁটছিলেন এক তরুণী। তারপর হঠাৎই মেট্রোচালক দেখতে পান এক তরুণী মেট্রো লাইন বরাবর হেঁটে চলেছেন সেই সময় সঙ্গে সঙ্গে মেট্রো কর্তৃপক্ষকে ফোন করা হয়। তারপরেই ময়দান ও পার্ক স্ট্রিট স্টেশনের মাঝে মেট্রোর আপ ও ডাউন উভয় লাইনেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষে পার্কস্ট্রিট স্টেশনে কাছে ওই তরুণীকে উদ্ধার করেন মেট্রোরই এক কর্মী। অল্পের জন্য ওই মেট্রো চালকের তৎপরতার জন্য প্রাণে রক্ষা পেলেন তরুণী।
অন্যদিকে এই ঘটনার জন্য মেট্রো পরিষেবা কয়েক ঘন্টার জন্য ব্যাহত হয়। সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের ।তবে তার কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যায়। মেট্রো সূত্রে খবর, বর্তমানে ওই তরুণীকে মহিলা আর পি এফ এর হেফাজতে রাখা হয়েছে। আজকে তাকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে। তবে কী ভাবে এই ঘটনা ঘটল? কেন ওই তরুণী মেট্রো লাইন বরাবর হাঁটছিল? তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।