আরজিকর কাণ্ডে এবার নতুন মোড়!ধৃত সঞ্জয়ের পলিগ্রাফের পর নারকো টেস্টের সিদ্ধান্ত সিবি আই এর
#RGKarIncident#SanjayRai#NarcoTest#CBI#asianews#Banglanews
আর জি কর কান্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের পর এবার নারকো টেস্টের সিদ্ধান্ত কেন্দ্রীয় সংস্থার।আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৮ অগাস্ট রাতে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনে ধৃত সঞ্জয় রায় আপাতত জেল হেফাজতে রয়েছে। কিন্তু হঠাৎ করে সিবিআই এর নারকো টেস্টের পরিকল্পনা কেন?ইতিমধ্যে এর জন্য শিয়ালদহ আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছে সিবিআই।সিবিআই সূত্রে দাবি, পলিগ্রাফ টেস্টে সঞ্জয়ের দাবি, ঘটনায় জড়িত নন তিনি। এই পরিস্থিতিতে তথ্য যাচাইয়ে নারকো টেস্টের পরিকল্পনা।বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জেরা করল সিবিআই। সঞ্জয় রায়কে জেরার পরে সিবিআই টিম সোজা আরজি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে যায়। সঞ্জয়ের গতিবিধি নিয়ে আরো বিশদে জানতে সেই রহস্যের জট কাটাতেই আবারো সিবিআই আর জি কর হাসপাতালে যায়।প্রায় সাড়ে তিন ঘন্টা জেরার পর অবশেষে বেরিয়ে যান সিবিআই গোয়েন্দারা। প্রেসিডেন্সি সংশোধনাগারে সঞ্জয়কে একাধিক বার জেরা করা হয়। সঞ্জয় রায়ের বয়ানে বারবার অসংগতি দেখা গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। বারবার এই বয়ান বদলে বেশ কিছু লুকানোর চেষ্টা হচ্ছে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। তবে তাকে দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা।