ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে চুরি গেল যুবকের মোবাইল, বাইকসহ সাইকেল।
#IndianTravel
#CyclingAdventure
#TravelDiaries
#RajivKumarRay
#LostAndFound
#TravelTroubles
#EnvironmentalJourney
#CyclistStory
#IndiaTour
#PoliceInvestigation
#TravelSetbacks
#AdventureGoneWrong
#FootJourney
#TravelingIndia#asianews#asianewslive
পরিবেশের বার্তা দিয়ে দেশ ভ্রমণের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিল যুবক। ৪১৫ দিনের মাথায় পায়ে হেঁটেই ফিরতে হলো ওই যুবককে। নদীয়া জেলার শান্তিপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের নবীন পল্লীর বাসিন্দা রাজীব কুমার রায়। ২০২৩ সালেতে সারা ভারতবর্ষ ভ্রমণের জন্য রওনা দেয় সাইকেলে করেই। পরিবেশের বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই ভ্রমণের মূল উদ্দেশ্য। কিন্তু এই সমাজের মানুষরা প্রথমদিকে এই সাহসিকতা ও আবেগের দাম দিলেও শেষের দিকে তার কোন দামই থাকেনা। পুলিশ প্রশাসন সকলকে জানিয়ে তাদের অনুমতি নিয়ে গোটা ভারতবর্ষ সাইকেলে ভ্রমণ করার জন্য পাড়ি দিয়েছিল বাড়ি থেকে। ভ্রমণ করতে করতে অবশেষে অন্ধ্রপ্রদেশের কাছে যাওয়ার পর এক অবসরপ্রাপ্ত সৈনিকের সঙ্গে তার দেখা হয় ।তার বাড়ির ভিতরে প্রবেশ করে অনেক্ষন গল্প ও করেন । তারপরে আচমকা তার মোবাইল বাইকসহ সাইকেল চুরি হয়ে যায়। ওই যুবকটা লক্ষ্য করার পরে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে, সেই মুহূর্তে সে ঘাবড়ে যায় এবং কোন কিছুই বুঝে উঠতে পারে না। তবে ঐ যুবক কিছুটা পথ পায়ে হেঁটে ও ট্রেনে করেই বাড়ি ফেরে। এবং এই পুরো ঘটনাটি পুলিশকে জানানো হয় এবং এই পুরো ঘটনাটি তদন্ত পুলিশ শুরু করে দিয়েছে, তারা আশ্বাসও দেয় তার সাইকেল মোবাইল সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার। তবে আপাতত ১৪ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেই তাকে বাড়ি ফিরতে হলো। ভারত ভ্রমণের বেশ অনেকটাই তার সম্পন্ন হয়ে গিয়েছিল