অবশেষে কর্মবিরতি প্রত্যাহার, শনি থেকেই কাজ ফিরছেন জুনিয়র ডাক্তাররা! আজকে স্বাস্থ্যভবন থেকে সি জি ও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক।
#JuniorDoctors#StrikeWithdrawn#HealthProtest#JusticeForAbhaya#MarchToCGOComplex#EmergencyServices#FloodRelief#AbhayaClinic#Healthcare#Solidarity#DoctorsForJustice#BengalDoctors#HealthSystem#RGKarProtest#rgkarmedicalcollege#RGKarMedicalCollegeandHospital#protest#juniordoctor#asianews#asianewslive
৪২ দিন পর অবশেষে কর্মবিরতি তুললেন জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার নিজেদের জেনারেল বডির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। তবে প্রতিটি বিভাগের জরুরি পরিষেবা বাদ দিয়ে অন্যান্য বিভাগে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা
শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন। তাঁদের মূল দাবি অভয়ার ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার জেনারেল বডির বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, আগামী কাল থেকেই বন্যা কবলিত এলাকাতে যাবেন তাঁরা। সেখানে ‘অভয়া ক্লিনিক’ চলবে। সমস্ত কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক এসওপি করা হবে। ওপিডিতে সিজওয়ার্ক চলবে, এমারজেন্সিতে আংশিক ভাবে।