ফিরছেন কেষ্ট, আগামিকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? জল্পনা তুঙ্গে!
#KesthaReturns#AnubrataMandal#MamataBanerjee#Birbhum#TMC#JailRelease#CattleSmuggling#PoliticalSpeculation#KesthaBaba#BengalPolitics#Meeting#TMCSupremo#JailInmate#birbhummeeting#asianews#asianewslive
সব কিছু ঠিকঠাক থাকলে আজ সোমবারই জেল থেকে মুক্তি পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় কেষ্ট জেলে গেলেও তাঁর উপর থেকে ‘স্নেহের হাত’ নামিয়ে নেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই বছর দু’য়েক পর জেল মুক্ত কেষ্ট মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ সম্ভাবনা জোরালো হচ্ছে।
রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল বীরভূমে তাঁর যাওয়ার কথা রয়েছে। বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এবার বীরভূম সফরে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গেও দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জল্পনা বাড়ছে।২০২২ সালে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে CBI। বাংলা থেকে গ্রেফতার করে সুদূর দিল্লি নিয়ে যাওয়া হয় কেষ্ট মণ্ডলকে। পরে ED-ও তাঁকে গ্রেফতার করে। তিহার জেলে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। পরবর্তী সময়ে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাও ED-র হাতে গ্রেফতার হন।সুকন্যাও বাবার সঙ্গে তিহারেই বন্দি ছিলেন। সপ্তাহ খানেক আগে সুকন্যা মণ্ডল জামিনে মুক্তি পান। তারপর সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন অনুব্রত মণ্ডল নিজেও। সোমবারই বাবা-মেয়ে’র বীরভূমের বাড়িতে ফেরার কথা রয়েছে।
এদিকে, অনুব্রত মণ্ডল গ্রেফতার হলেও তাঁকে একটানা বীরভূম জেলা তৃণমূল সভাপতি পদে রেখে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বীরভূম ছাড়াও নানা জায়গায় সভা-সমাবেশে অনুব্রত মণ্ডলের প্রতি তাঁর অগাধ ভরসার কথা বারবার বলতে শোনা গিয়েছে তৃণমূলনেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জেল বন্দি কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করতে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।