প্রধান নিজের অফিসে বসেই আবাস যোজনার ২১ লক্ষ টাকা কাটমানি ফেরালেন.
#CutMoney#PanchayatHead#HousingScheme#Corruption#PublicRights#Islampur#Governance#AdministrativeAccountability#Transparency#Protest#PoliticalLeadership#policeintervention#asianews#asianewslive
নিজের দপ্তরে বসেই একুশ লক্ষ টাকা ফেরালেন প্রধান।মঙ্গলবার ইসলামপুরের কমলাগাঁও সুজালির গ্রাম পঞ্চায়েতে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে উপভোক্তরা। উপভোক্তদের অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন প্রধান।
কিন্তু সেই সুবিধা তারা কেউ পায়নি।
তারপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিন সেই সকল উপভোক্তাদের ক্ষোভের মুখে পড়ে নিজের অফিসে বসেই দুসো জন উপভোক্তা কে ২১ লক্ষ টাকা ফেরত দিলেন। জানা গিয়েছে নুরির স্বামী তৃণমূল নেতা আব্দুল হক।সম্প্রতি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। এদিন বিক্ষোভের পর তাকে দল থেকে শোকজ করা হয় তাকে ইস্তফা দেওয়ার জন্য বলা হলে তিনি এখনো পর্যন্ত স্বেচ্ছায় ইস্তফা দেননি।