বেঙ্গালুরুতে নৃশংস হত্যাকাণ্ড, ফ্রিজে মিলল কাটা দেহাংশ। তদন্তে চাঞ্চল্যকর মোড়

#BengaluruMurder#ShockingCrime#Mahalakshmi#PoliceInvestigation#JusticeForVictims#TrueCrime#SafetyConcerns#CrimeNews#Bengaluru#WomenSafety#MurderMystery#CommunityAlert#asianews#asianewslive

দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া এ বার বেঙ্গালুরুতে। ফ্রিজ থেকে উদ্ধার ২৬ বছরের যুবতীর দেহের ৩০ টুকরো। ভ্যালিকাভাল থানার ভিরান্না ভাবনা এলাকার যে ঘরে তিনি ভাড়া থাকতেন, সেখানেই থাকা ১৬৫ লিটার ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে দেহাংশ। শনিবার এই ঘটনার কথা জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। মৃত যুবতীর নাম মহালক্ষ্মী। তিনি বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন। ওই ঘরে একাই থাকতেন।মহালক্ষ্মীর ঘর থেকে গত কয়েক দিন ধরেই দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তখন তাঁর আত্মীয়দের ফোন করা হয়। তাঁরা এসেই দেখেন মর্মান্তিক পরিস্থিতি। এর পর পুলিশ আসতে বোঝা যায় ঘটনার নৃশংসতা।
পুলিশ জানিয়েছে একা থাকা ওই মহিলাকে মেরে তার দেহকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়েছে। সেই টুকরো গুলো ফ্রিজে ভরা ছিল। ফ্রী চললেও ওই করা দেহাংশে পোকা ধরা পচন শুরু হয়ে গেছিল। এ মাসের শুরুর দিকেও যুবতীকে খুন করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ফ্রিজ থেকে মহালক্ষ্মীর দেহের টুকরো বাক্সে ভরে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার এন সতীশ কুমার বলেছেন… দেখে মনে হয়েছে একজনই এই খুনের ঘটনা ঘটিয়েছে। দেহটি ৩০ টুকরো করে কেটে সিঙ্গেল ডোর ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। এই খুনের রহস্য উন্মোচনের জন্য বিস্তারিতভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওই বিশিষ্ট অফিসার।
বেঙ্গালুরুর ওই ঘরে গত ৫-৬ মাস ধরে থাকছিলেন মহালক্ষী। প্রতিবেশীদের সঙ্গে তিনি খুব বেশি মিশতেন না বলেও জানা গিয়েছে। তিনি সকালে বাড়ি থেকে বেরোতেন, রাতে ফিরতেন। তিনি বিবাহিত। কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন না। একাই থাকতেন বেঙ্গালুরুতে। এই ঘটনার পর তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। কে বা কারা, কেন খুন করলেন ওই যুবতীকে তা জানার চেষ্টা চলছে।

সোমবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘তদন্ত চলছে, ফলে এখনই আমি বেশি কিছু বলতে পারব না৷ তবে মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে৷ মনে করা হচ্ছে অভিযুক্ত পশ্চিমবঙ্গের কোথাও লুকিয়ে আছে৷’

পুলিশ জানতে পেরেছে, মহালক্ষ্মী এবং তাঁর স্বামী হেমন্ত দাসের মধ্যে অনেক দিন ধরেই গন্ডগোল চলছিল৷ গত ফেব্রুয়ারি মাসে হেমন্তের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ আনেন মহালক্ষ্মী৷ পাল্টা হেমন্ত অভিযোগ করেন, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে৷ দু পক্ষের পরিবারের সদস্যরা মিলে দু জনের মিটমাট করে দেওয়ার চেষ্টাও করেছিলেন৷ মহালক্ষ্মী খুন হওয়ার পর তাঁর স্বামী হেমন্ত পুলিশকে সন্দেহভাজন এক যুবকের কথা জানিয়েছেন৷

Disclaimer from Asia News Live:

At Asia News Live, we strive to deliver comprehensive and timely news coverage. Please be advised that some of our content may include depictions of violence, graphic imagery, and sensitive subjects. We recognize the impact these topics can have and encourage viewer discretion.

Our goal is to inform and raise awareness about critical issues affecting our communities. If you or someone you know is affected, we recommend seeking support from professionals.

Thank you for following Asia News Live. We appreciate your thoughtful engagement with our content.

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author