রাজ্য প্রয়োজন মতো শিক্ষকদের বদলি করতে পারে, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট
#SupremeCourt#TeacherTransfers#EducationPolicy#WestBengal#LegalRuling#TeachersRights#JobSecurity#EducationSystem#SecondaryEducation#StateAuthority#CourtDecision#PublicEducation#policychange#asianews#asianewslive
শিক্ষক বদলি নিয়ে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের ১৫৭ জন স্কুল শিক্ষকের বদলির সিদ্ধান্ত স্থগিত করার দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিল এই সংগঠন। বৃহস্পতিবার মামলাটি ওঠে বিচারপতি জে কে মাহেশ্বরী, বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চে। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, রাজ্য সরকার প্রয়োজন মতো শিক্ষকদের বদলি করতে পারে। বদলি চাকরিরই অঙ্গ। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্যের বদলির সিদ্ধান্ত মান্যতা পেল।
২০১৭ সালে রাজ্য ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসেস কমিশন আইন ১৯৯৭’-এর একটি ধারায় সংশোধনী আনে। যেখানে রাজ্যের শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী যে কোনও জায়গায় বদলি করা যাবে তা উল্লেখ করা হয়। সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন -এর দাবি ছিল ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসেস কমিশন আইন ১৯৯৭’-এর একটি ধারার জেরে শিক্ষকদের দূরে বদলি করা হয়েছে। আবেদনকারীদের বক্তব্য ছিল, আইনের নতুন ধারা চালু হওয়ার পর যাঁরা শিক্ষকতায় যোগ দিয়েছিলেন শুধু তাঁদের জন্যই এই দূরে বদলির নিয়ম কার্যকর করা হোক। তার আগে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের দূর-দূরান্তে বদলি করা যাতে না হয় সেই জন্য আবেদন করা হয়েছিল।
সরকারের আদালতে যুক্তি ছিল, প্রত্যেকেই যদি বাড়ির কাছাকাছি চাকরি করতে চান সেক্ষেত্রে যে সমস্ত জেলায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি কিন্তু শিক্ষক তুলনায় কম সেখানে কী ভাবে পড়াশোনা করানো হবে? এ বার এই মামলায় সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আর্জি খারিজ হল সুপ্রিম কোর্টে। স্বাভাবিকভাবেই মান্যতা পেল রাজ্যের সিদ্ধান্ত।