আজ সকালেও বিপুল জল ছাড়ল ডিভিসি। বিপদ আরো বাড়লো
আজ শুক্রবার সকাল সাতটায় দামোদর দুর্গাপুর ব্যারেজ থেকে বিপুল পরিমানে জল ছাড়লো।
আজ মাইথন ড্যামেও ৬০০০ কিউসেক জল ছেড়েছে। আজকে আরও একটি জলাধার থেকে জল ছেড়েছে, পাঞ্চেত জলাধার থেকে কুড়ি হাজার কিউসেক জল ছাড়া হল। গতকাল বৃহস্পতিবার সকাল নাগাদ এরকমই দামোদর দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হয়েছিল।এলএমবিসি’ বা ‘লেফ্ট ব্যাংক মেইন ক্যানাল’ থেকে ৬০০ কিউসেক। ‘আরএমবিসি’ বা ‘রাইট ব্যাংক মেইন ক্যানাল’ থেকে ২০০ কিউসেক। গতকাল শুধু দুর্গাপুর ব্যারেজে জল ছাড়া হয়নি এছাড়া পাঞ্চেত জলাধার মাইথন ড্যাম থেকেও জল ছাড়া হয়েছিল। কিন্তু কার দোষে এই দুর্দশা সেই নিয়ে রাজ্য কেন্দ্র চরম বিতর্ক চলছে। অত্যাধিক পরিমাণে জল ছাড়ার জন্য রাজ্যের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই দুর্দশা আর চোখে দেখা যায় না। অনেক বাড়ি ঘর সংসার ভেসে গিয়েছে বাস্তু হীন হয়ে অনেক দিনই বাড়ির বাইরে কাটাতে হচ্ছে অনেক মানুষকে। কিভাবে বাংলার এই মানুষকে বন্যার হাত থেকে পরিত্রান দেয়া যায় এই নিয়ে চরম চ্যালেঞ্জের মুখোমুখি রাজ্য