তোলাবাজিতে অভিযুক্ত নির্মলা সীতারামন, FIR দায়ের হল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে

এবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তার নামে FIR এর নির্দেশ দিলে আদালত ।নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির অভিযোগে নির্মলা এবং অন্যদের বিরুদ্ধে শুক্রবার এফআইআর-এর নির্দেশ দেয় বেঙ্গালুরুর স্পেশাল কোর্ট অফ রিপ্রেজেন্টেটিভস ৷নির্বাচনী বন্ডের মাধ্য়মে ভয় দেখিয়ে টাকা তুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ স্পেশাল কোর্ট অফ পিপল’স রিপ্রেজেন্টেটিভস-এ এই অভিযোগ জানিয়েছিলেন আদর্শ আইয়ার ৷ তিনি জনধিকার সংঘর্ষ পরিষদ-এর (জেএসপি) সহ-সভাপতি ৷ শুক্রবার এই মামলার শুনানিতে আদালত তিলক নগর থানাকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় ৷গত এপ্রিলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করে জনাধিকার সংঘর্ষ পরিষদ ৷ সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, ইডির আধিকারিক, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, বিজেপির জাতীয় স্তরের নেতা এবং কর্ণাটকের তৎকালীন বিজেপি সভাপতি নলীন কুমার কাটিল, বিওয়াই বিজয়েন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল জেএসপি ৷এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নির্মলা সীতারমনের ইস্তফা দাবি করেছেন ৷ তিনি বলেন, “জনপ্রতিনিধি আদালত নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে নির্বাচনী বন্ডের সম্পর্ক কী ? তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে ৷ তাহলে তাঁর কি ইস্তফা দেওয়া উচিত নয় ? আমার ক্ষেত্রে নিম্ন আদালত সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে ৷ 3 মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে ৷”এ বছর এপ্রিল মাসে নির্মলা এবং বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ এবং ২০২২ সালে এক ব্যবসায়ীর সংস্থা থেকে মোটা আদায় দায়ের করা হয়। এক ওষুধ প্রস্তুত সংস্থাকেও বাধ্য করা হয় মোটা টাকা চাঁদা দিতে। আদর্শ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রভাবশালী অনেকে এই জুলুমবাজির সঙ্গে যুক্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আয়কর দফতরের অপব্যবহার করেছেন নির্মলা। নির্বাচনী বন্ডের মাধ্যমে দলের সিন্দুক ভরেছেন তিনি। তোলাবাজির গুরুতর অভিযোগ রয়েছে এবং এতে কঠোর সাজা হওয়া উচিত বলে দাবি করেছেন আদর্শ। SBI প্রকাশিত নথিপত্র থেকে আরও অনিয়ম সামনে এসেছে বলেও দাবি তাঁর।

এখনও পর্যন্ত যা খবর, আদালতের নির্দেশ অনুযায়ী তিলকনগর থানার পুলিশ নির্মলা এবং বাকিদের বিরুদ্ধে FIR দায়ের করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে.

মামলাকারী আদর্শ আইয়ার ইটিভি ভারতকে ফোনে জানিয়েছেন, আদালত এই অভিযোগ খতিয়ে দেখেছে ৷ তারপর তিলক নগর থানাকে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে ৷ মামলাকারীর পক্ষে আইনজীবী ছিলেন বালান ৷ পরবর্তী শুনানি 10 অক্টোবর ৷

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author