কাশ্মীরে বেড়াতে গিয়ে ঘোড়ার পিঠে চাপায় কাল হলো হুগলির ব্যবসায়ীর
কাশ্মীরে বেড়াতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মৃত্যু হুগলির ব্যবসায়ীর। মৃতের নাম দেবব্রত ঘোষ। বয়স ৬১ বছর । বাড়ি দাদপুর থানার মাকালপুর পঞ্চায়েত এলাকার হাসনান বারোয়ারিতলায়। পরিবার সূত্রে জানা গেছে, দেবব্রত ঘোষের ধনিয়াখালির শিবাইচণ্ডী স্টেশন সংলগ্ন এলাকায় বীজ বিক্রির দোকান রয়েছে। একটি কোম্পানির পক্ষ থেকে দেবব্রত ঘোষ সহ বেশ কয়েকজনকে কাশ্মীর ঘুরতে নিয়ে যাওয়া হয়। গত সোমবার দুপুরে হাসনানের বাড়ি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দেবব্রত। কাশ্মীর পৌঁছনোর পর প্রতিদিনই তার পরিবারের সঙ্গে ফোনে কথা হত। তারপর বৃহস্পতিবার সকালে দিবব্রতর বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবরটি জানানো হয়।পঁহেলগাওতে ঘোড়ার পিঠে চরবার সময় কোন কারনে ঘোড়ার পিঠ থেকে প্রায় সাত-আট ফুট নিচে পড়ে যান। তার ফলে তার মাথায় গুরুতর চোট আঘাত পায়। এরপর ওই ব্যবসায়ীকে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেখানকার চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করে।শুক্রবার পরিবারের এক সদস্য ওখানে পৌঁছনোর পর ময়নাতদন্ত হয়। শনিবার দিন ভোরে ওই ব্যবসার মৃতদেহ তার গ্রামে পৌঁছানোর কথা। এই ঘটনা ঘিরে ওই গ্রামে মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ব্যবসায়ীর পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ে আছে। এক মেয়ে বিবাহিত। অসুস্থ স্ত্রী কয়েকদিন আগেই নার্সিংহোম থেকে ছাড়া পেয়েছেন।