সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সাম্প্রদায়িক অশান্তি ওড়িশায়, ইন্টারনেট পরিষেবা বন্ধ করল সরকার
সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সাম্প্রদায়িক অশান্তিতে তপ্ত ওড়িশার ভদ্রক। সংঘর্ষে আহত পুলিশের বেশ কয়েক জন। এমন পরিস্থিতিতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একাধিক জায়গায় ১৬৩ ধারা (আগে যা ১৪৪ ধারা ছিল) জারি করা হয়েছে। জমায়েত নিষিদ্ধ করা হয়েছে যেমন, চলছে পুলিশি টহলদারিও। শনিবার সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব সত্যব্রত সাহু জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা ভদ্রক জেলায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, X (সাবেক ট্যুইটার) এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও ব্যবহার করা যাবে না। ৩০ সেপ্টেম্বর রাত ২টো পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
রাজ্য সরকার জানিয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে সম্প্রতি ভদ্রক এবং ধামনগরের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক হিংসার ঘটনা সামনে এসেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, X-এর মতো প্ল্যাটফর্ম হিংসায় হিংসার আগুনে ঘি ঠালতে পারে। ক্ষতিসাধনের লক্ষ্যে পোস্ট করা বার্তা ছড়িয়ে পড়লে হিংসা আরও বাড়তে পারে। শান্তি এবং সৌহার্দ্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত।