জম্মু-কাশ্মীরে ফের সেনা – জঙ্গি সংঘর্ষ। গুলির লড়াইয়ে শহীদ এক পুলিশ আধিকারিক। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে
জম্মুর কাঠুয়া এলাকার মান্ডলি এলাকায় লুকিয়ে রয়েছে ৩ থেকে ৪ জন জইশ-মহম্মদ জঙ্গি। শনিবার এই খবর পাওয়ার পরেই গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তারপর শুরু হয়ে গুলির লড়াই। রবিবার সকালেও সেই গুলির লড়াই চলছে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ফলে এখনও পর্যন্ত সেখানে জম্মু ও কাশ্মীর পুলিশের একজন হেড কনস্টেবল শহিদ হয়েছেন। পাশাপাশি জখম হয়েছেন একজন ডেপুটি পুলিশ সুপার ও এএসআই)। তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সেনা সূত্রের খবর, দুজন জঙ্গি ওই এলাকায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার এখনও চলছে। কাশ্মীর পুলিশ এক্স হ্যান্ডলে জানিয়েছে, ‘আদিগামের দেবসার এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যৌথভাবে কাজ করছে।