মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে, টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কোনটি জানেন?
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কিছুদিন পরেই শুরু হবে।আর মাত্র ৬ দিন। এরপরই শুরু হতে চলেছে এবারের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ দিন ব্যাপী হবে এই টুর্নামেন্ট। এবার সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর।মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর প্রথমবার হয়েছিল ২০০৯ সালে। সেই থেকে এখনও পর্যন্ত মোট আটবার এই টুর্নামেন্ট হয়েছে। নবম আসরে এবার মোট ১০টি দল অংশ নিতে চলেছে টুর্নামেন্টে।২০০৯ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড শিবির। ফাইনালে তারা নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল।ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হওয়া ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া মগিলা ক্রিকেট দল। মাত্র ৩ রানে তারা হারিয়ে দেয় কিউয়িদের ফাইনালে।২০১২ সালে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল দ্বিতীয়বারের জন্য খেতাব জেতে। শ্রীলঙ্কায় আয়োজিত সেবারের আসরে ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে দেয় অজিরা।২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জয় ছিনিয়ে নেয় অজিরা। ফাইনালে ইংল্যান্ডকে সেবার ৬ উইকেটে হারিয়ে দেন মেগ ল্যানিংরা।২০১৮ সালে চতুর্থবারের মত এই খেতাব জেতে অস্ট্রেলিয়া। এবার ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় তারা। টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে।২০২০ সালে ভারতকে ফাইনালে ৮৫ রানে হারিয়ে পঞ্চমবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে অজি মহিলা ক্রিকেট দল।গত বছর অ্যালিসা হিলির নেতৃত্বে ষষ্ঠবারের জন্য খেতাব জেতে অজিরা। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই ঘরের মাঠে ১৯ রানে ফাইনালে হারিয়ে দেয় ব্যাগি গ্রিনরা।