গাঁধী জয়ন্তীতে বিতর্কিত পোস্ট, ফের বিতর্কের মুখে কঙ্গনা । উঠেছে নিন্দার ঝড়
২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মবার্ষিকী। ওই দিন জন্মগ্রহণ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীও। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত লেখা পোস্ট করেন কঙ্গনা। তিনি লেখেন, ‘দেশ কে পিতা নহি, দেশ কে লাল হোতে হ্যায়। ধন্য হ্যায় ভারত মা কে ইয়ে লাল’। বাংলায় তর্জমা করলে কঙ্গনার মন্তব্যের অর্থ হয়, ‘দেশের পিতা বলে কিছু হয় না, দেশের সন্তান হয়। ভারত মায়ের সন্তানরা ধন্য’।
সেই নিয়ে কঙ্গনার তীব্র নিন্দা করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। তাঁর বক্তব্য, ‘বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গাঁধীকে তাঁর জন্মবার্ষিকীতে অশালীন ভাবে বিদ্রুপ করেছেন। গডসের পূজারী বাপু এবং শাস্ত্রীজির মধ্যে পার্থক্য বুঝিয়েছেন। দলের নতুন গডসে পূজারীকে কি মন থেকে ক্ষমা করে দেবেন নরেন্দ্র মোদি? জাতির জনক, দেশমাতার সন্তান এবং শহিদ, প্রত্যেকের সম্মান প্রাপ্য’।
পঞ্জাবের বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়াও কঙ্গনার তীব্র সমালোচনা করেন। তাঁর কথায়, “১৫৫তম গাঁধী জয়ন্তীতে কঙ্গনা রানাউত মহাত্মাকে নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা করছি। স্বল্পমেয়াদি রাজনৈতিক কেরিয়ারে বিতর্কিত মন্তব্য করাকে অভ্যাসে পরিণত করেছেন উনি। রাজনীতি ওঁর জন্য উপযুক্ত নয়। রাজনীতি অত্যন্ত গুরুগম্ভীর বিষয়। কিছু বলার আগে ভাবনাচিন্তা করা উচিত। ওঁর বিতর্কিত মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলছে।