দুই জোড়া স্পেশাল ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল
উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্ত রেল দুই জোড়া স্পেশাল ট্রেন চালাবে। একটি পুজো স্পেশাল ট্রেন ৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে। আর একটি ট্রেন ৫ অক্টোবর ডিব্রুগড় ও এসএসএস হোব্বাল্লি জংশনের মধ্যে একটি ট্রিপের জন্য চলাচল করবে। ০৪০৪৭ কাটিহার-আনন্দ বিহার টার্মিনাল কাটিহার থেকে প্রতি বুধ ও শনিবার সন্ধ্যা ৬ টায় ছাড়বে। আনন্দ বিহার টার্মিনাল থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার বিকাল ৩-২০ মিনিটে ছাড়বে ট্রেনটি। ০৫৯২৬ ডিব্রুগড়-এসএসএস হোব্বাল্লি জংশনমুখী স্পেশাল ট্রেনটি ৫ অক্টোবর, শনিবার বেলা ১ টায় ডিব্রুগড় থেকে রওনা হবে। ট্রেনটি নিউ তিনসুকিয়া, দ লামডিং জং, গুয়াহাটি, রঙিয়া জংশন, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদহ টাউন, ডানকুনি, খড়গপুর জংশন ভুবনেশ্বর হয়ে চলাচল করবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানান উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা