দেবীপক্ষ পড়তে না পড়তেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী । মহালয়ার পরের দিনই দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। আশ্বিন মাসে সাধারণত হিন্দু বাঙালিদের বিয়ে না হলেও ছক ভেঙে সেটাও করে ফেলেছেন রূপসা চ্যাটার্জী । ঠাকুর মশাইয়ের থেকে বিশেষ তারিখ নিয়েই নাকি সম্পন্ন হয়েছে বিয়ে। কেমন সাজগোজ করলেন কনেরূপী রূপসা ?
আইনি বিয়েটা ঢের আগেই সেরে রেখেছিলেন রূপসা চ্যাটার্জী। এবং সায়নদীপ। বাকি ছিল শুধু সামাজিক বিয়েটা। তার জন্য এদিন মেরুন রঙা বেনারসী শাড়ি বেছে নিয়েছিলেন রূপসা চ্যাটার্জী । সঙ্গে সর্বাঙ্গে সাবেকি সোনার গয়না, কপালে হালকা চন্দনের কলকা, মাথায় চেলি আর মুকুট। কনের সাজে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল অভিনেত্রীকে।
বিয়েতে কী খাওয়ালেন অভিনেত্রী?
ঠাকুরপুকুরের একটি ব্যাঙ্কোয়েট হলে বসেছিল রূপসা সায়নদীপের বিয়ের আসর। বিয়ের দিন মেনুতে সম্পূর্ণ বাঙালি খাবার দাবারের আয়োজন রেখেছিলেন রূপসা। তবে রিসেপশনে থাকছে চমক। এদিন অভিনেত্রীর সাজেও যেমন থাকবে পশ্চিমী ছোঁয়া, তেমনি মেনুকার্ডেও থাকবে নানান পশ্চিমী ডিশ। বিয়ের পর এবার রূপসার চ্যাটার্জী রিসেপশনের লুক দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
অনেকদিন ধরে চলছিল আইবুড়োভাত
বেশ কিছুদিন ধরেই চলছিল রূপসা সায়নদীপের আইবুড়োভাত পর্ব। অভিনেত্রী এর আগে জানিয়েছিলেন, বিভিন্ন বন্ধু, আত্মীয় স্বজনদের বাড়িতে চুটিয়ে আইবুড়োভাত খাচ্ছিলেন তিনি। তাই ফিগার মেনটেন করতে বাড়িতে কম কম খাচ্ছিলেন রূপসা মহালয়ার দিন বাড়িতে শেষ আইবুড়োভাত এবং মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল তাঁর। তারপরের দিন সকালে গায়ে হলুদ সেরে বিয়ে।
রূপসা এও বলেছিলেন, বাড়িতে বসে থাকার মেয়ে তিনি নন। এই সময়ে না চাইতেও তাঁর কাছে প্রচুর কাজ এসেছে। কিন্তু তিনি সকলকে বলেছেন তাঁকে যেন ক্ষমা করে দেন সবাই। বিয়ে মিটলেই তিনি কাজ শুরু করবেন