সর্বস্ব হারিয়ে পথে, পুজোর মুখে ফের গঙ্গা ভাঙনের কবলে গ্রামবাসীরা
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন।উত্তর চাচণ্ড গ্রামে তলিয়ে গেছে তিনটি আস্ত বাড়ি, শৌচালয়। বিঘের পর বিঘে চাষের জমিও গ্রাস করেছে গঙ্গা। পুজোর মুখে সর্বস্ব হারিয়ে পথে বসেছেন বহু মানুষ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। চূড়ান্ত সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও অসুস্থরা। রাস্তায় দিন কাটছে শিশুদেরও।
যখন উৎসবে মেতেছে রাজ্যের বেশিরভাগ মানুষ অন্যদিকে তখন ভাঙনের করাল ছায়া গ্রাস করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামকে। চোখের নিমেষে তাসের ঘরের মতো তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। মাটি ধসে জলে তলিয়ে যাচ্ছে আস্ত গাছ। বিঘের পর বিঘে চাষের জমি গঙ্গা গর্ভে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পুজোর মুখে সব হারিয়ে পথে বসেছেন উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দাদের একটা বড় অংশ। বাড়িঘর তলিয়ে যাওয়ায় খোলা আকাশের নীচেই রাত কাটাতে হচ্ছে তাঁদের। চূড়ান্ত সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ ও অসুস্থরা। রাস্তায় দিন কাটছে শিশুদেরও। প্রশাসনের গাফিলতির জন্যই ফি বছর সব হারাতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “আমরা চেষ্টা করছি। টেন্ডার হয়েছে কিন্তু বর্ষার জন্য কাজ শুরু করা যায়। যেখানে কাজ শেষ হয়েছে সেখানে ভাঙন হয়নি।