মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা

অনশনরত অনিকেতের অবস্থা ‘আশঙ্কাজনক’। জানিয়েছেন চিকিৎসকরা। লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে। আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে আরো জটিলতা। সিসিইউতে ডাক্তারদের কড়া নজর চলছে অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। অষ্টমীর সন্ধ্যা বেলায় ধর্মতলায় অনশন মঞ্চে মহাসমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকদের দল।এই সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট। যেখানে তাদের 10 দফা দাবি গুলি বিস্তারিত ভাবে বর্ণনা করা থাকবে।
অন্যদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত সিনিয়র চিকিৎসকরা। অষ্টমীর সকালে তাঁদের অনেকেই এসেছেন ধর্মতলার ধর্নামঞ্চে। জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে সাধারণ মানুষও ধর্নামঞ্চের পাশেই প্রতীকী অনশন করছেন। তাঁদেরও মহা সমাবেশে পাশে থাকার ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author